অন্যান্য

বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি 26 December 2024 , 10:49:19 প্রিন্ট সংস্করণ

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ করেছে সেই পরিবার।

বুধবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন বিজিবি সদস্যের পরিবার।

এসময় সংবাদ সম্মেলনে তারা বলেন, শহিদুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সে সুনামের সাথে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবিতে চাকুরি করছেন।

তার বাবা মেরাজুল ইসলাম মাস্টার স্কুলশিক্ষক হওয়ায় পারিবারিকভাবেও সুনাম রয়েছে। পাশাপাশি সুমনের অন্য ভাইয়েরাও সুনামের সাথে প্রতিষ্ঠিত ও যে যার পেশায় নিয়োজিত রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই পরিবারকে ঘিরে শুরু হয়েছে নানারকম ষড়যন্ত্র।

তারা আরও বলেন, ৪ থেকে ৫টি মাদক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকার মিজানুর রহমান মিজানের সাথে পারিবারিক বিরোধের জের ধরে কিছু অসাধু ব্যক্তিকে দিয়ে বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার করছে।

এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিজিবি সদস্য শহিদুল ইসলাম সুমনের স্ত্রী রহিমা ইয়াসমিন, বাবা আলহাজ্ব মোহাম্মদ মেরাজুল ইসলাম মাস্টার, ভাই আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ