অন্যান্য

নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার ইমামের মৃত্যু

  প্রতিনিধি 28 December 2024 , 6:28:52 প্রিন্ট সংস্করণ

 

 

মাহদি হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা উসমান গনি নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

 

নিজ ভেরিফাই ফেসবুকে নিহত হাফেজ উসমান লিখেন “শারীরিক অসুস্থ, আজকেও ওয়াজ মাহফিল আগামীকালও আছে তার পরের দিনও আছে সকলের কাছে দোয়া চাই” এই পোষ্ট দেওয়ার ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,

২৮ (ডিসেম্বর) শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে ঢাকা-শেরপুর মহাসড়কে কুর্শা গ্রামে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজ এর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় উসমান গনির।

 

নিহত হাফেজ উসমান গনি (৪৫) পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার মৃত আমজাদ আলীর ৪র্থ ছেলে এবং ২ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।

 

হাফেজ উসমান গনি আজ মাগরিবের নামাজের পর পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে নিজের মোটরসাইকেলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে শেরপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বাসের অন্তত আরো ১০ যাত্রী আহত হয়েছে।

 

পরে নকলা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে বাসের চাকার নিচে আটকে থাকা উসমান গনির লাশ উদ্ধার করে।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মাওলানা উসমান গনির মৃতদেহ উদ্ধার করে আনা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ