অন্যান্য

দুর্গাপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

  প্রতিনিধি 30 December 2024 , 12:08:10 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী দুর্গাপুর প্রেসক্লাবের ১১ তম পর্ষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মাসুম বিল্লাহ্।

২০০১ সালে প্রতিষ্ঠিত দুর্গাপুর প্রেসক্লাবের গঠণতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ অমিত দত্তকে প্রধান করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুল তালুকদার সহ তিন সদস্য আহবায়ক কমিটির পরিচালনায়, ভোটগ্রহনের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ৩০ডিসেম্বর ২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে ২৬ জন সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য সদস্যগনের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি মো. মোহন মিয়া (সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত আহমেদ রাসেল (এখন টিভি) নেত্রকোনা জেলা প্রতিনিধি , অর্থ সম্পাদক কালীদাস সাহা (দৈনিক নাগরিক ভাবনা) উপজেলা প্রতিনিধি, নির্বাচিত হওয়ার পাশাপাশি সাংগঠনিক সম্পাদক পল্টন হাজং (digantabangla24.com),উপজেলা প্রতিনিধি,সদস্য দ্রুব সরকার (দৈনিক ইত্তেফাক), জুয়েল রানা (দৈনিক প্রতিদিনের কাগজ), আল-নোমান শান্ত (কালের কন্ঠ) উপজেলা প্রতিনিধি। বিনা প্রতিদ্ধন্দীতায় নির্বাচিত হয়েছে।

দুর্গাপুর প্রেসক্লাবের এই নির্বাচনকে দুর্গাপুর-কলমাকান্দার জনমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান(আবুচাঁন), (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ, নেত্রকোনা জেলা প্রেসক্লাব,কলামাকান্দা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা শিক্ষক সমিতি, স্থানীয় এনজিও সমন্বয় পরিষদ, উপজেলা শিল্পকলা একাডেমি, জলসিঁড়ী প্রাঙ্গন, উদীচী দুর্গাপুর, মানব কল্যানকামী অনাথালয়, দুর্গাপুর বনিক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

আনিসুল হক সুমন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,৩০/১২/২০২৪ইং

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ