অন্যান্য

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া, বইছে তীব্র শৈত্যপ্রবাহ

  প্রতিনিধি 4 January 2025 , 5:52:56 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

তেঁতুলিয়ায় পৌষের মাঝামাঝি সময়েই যেন শীত জেঁকে বসেছে। দুদিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে বরফের মত শীত। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপে জর্জরিত হয়ে পড়েছে উত্তরের হিমালয়ের উপজেলা তেঁতুলিয়ার মানুষ। গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

 

শনিবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ৩ জানুয়ারি সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস।ভোরেই দেখা যায় রক্তিম আভা নিয়ে জেগে উঠেছে ভোরের সূর্য। প্রকৃতিজুড়ে জড়িয়ে রয়েছে হালকা কুয়াশা। ঝিরঝির করে বইছে হিমশীতল বাতাস। সকালে জীবিকার তাগিদে কাজে বের হতে দেখা গেছে নিম্নআয়ের মানুষদের।

 

রাজমিস্ত্রি আমজাদ আলী জানান,সকালে ইট পানি ও পাথর সিমেন্ট বালু দিয়ে কাজ করতে হয়। ঠান্ডায় পানি নাড়তে নাড়তে হাতগুলো কোঁকড়া হয়ে যায়। তারপরও জীবিকার তাগিদে কাজ করতে হচ্ছে। আমরা তো হাত মোজা পা মোজা পরতে পারি না ঠান্ডা তো লাগবে।

 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন,শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ৮৬ শতাংশ। জেলাসহ তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ