অন্যান্য

রামগঞ্জে বাঁধন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

  প্রতিনিধি 4 January 2025 , 12:05:08 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি

পরিচ্ছন্ন নগরী এবং প্রফুল্ল মন’ শ্লোগানে বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার স্থানীয় কেথুড়ি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উপজেলার ৩ নং ভাদুর ইউনিয়নের কেথুড়ি বাজারে শুক্রবার সকাল ১০টায় ও শনিবার সকাল থেকে ফাউন্ডেশনের সদস্য, স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

বাঁধন রামগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি এবং কেথুড়ি বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে বক্তারা বলেন,”বাজার পরিষ্কার রাখার পাশাপাশি আমাদের মনও পরিষ্কার রাখতে হবে। আন্তরিকতার বন্ধনে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও বাসযোগ্য নগরী সৃষ্টিই আমাদের লক্ষ্য।”

এসময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান লকিয়ত উল্যাহ, জাফর উল্যা ভেন্ডার ও হাজী সালাউদ্দিনসহ স্থানীয় এলাকাবাসী।

আরও খবর

বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, নতুন করে শনাক্ত ৮৭ জন, মোট আক্রান্ত ৩২০৫ জন।

জাতীয়তাবাদী দলের পুনর্জাগরণে এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির: ঘাটাইলে নতুন দিগন্তের উন্মোচন

মৌলভীবাজারে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর ‘ক্যাম্প প্রশিক্ষণ’ অনুষ্ঠিত

গাজীপুরে সরকারি বনের জমি অবৈধ ভাবে গিলে খাচ্ছে প্রভাবশালী কিছু লোকজন

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

                   

জনপ্রিয় সংবাদ