অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক মিছিলের খবরে রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

  প্রতিনিধি 5 January 2025 , 4:48:16 প্রিন্ট সংস্করণ

 

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

 

 

গতকাল গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিলের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার (৪জানুয়ারি) সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

 

 

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ অবরোধ চলমান থাকে। ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারের আলটিমেটাম দিলে পরে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে দাঁড়ান আন্দোলনরত শিক্ষার্থীরা।

 

 

ছাত্রদের পক্ষ থেকে আরও জানানো হয়, কুমিল্লা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে পুলিশ সুপারের অনুপস্থিতিতে সদর থানার অফিসার ইনচার্জ আন্দোলনকারীদের এসে আশ্বস্ত করেন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তাদের কোন মিছিল মিটিং করার অধিকার নেই,ছাত্রলীগের নামে মিছিলে যারা সম্পৃক্ত ছিল তাদের পুলিশ খুঁজছে এবং ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।

 

 

এর আগে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। পরে তারা কাউতলী এলাকায় গিয়ে সড়কে অবরোধ করেন।

 

এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ মিছিল করা মানে গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যর্থ। তাদের গ্রেফতারে পুলিশের কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়ছে না।

 

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও করা হয়েছে। কারা কারা জড়িত তাদের সবাইকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

 

আন্দোলনকারীদের পক্ষে বোরহান উদ্দিন সিয়াম ২৪ ঘণ্টার মধ্যে জড়িত সবাইকে গ্রেফতারের আলটিমেটাম দেন। অন্যথায় আবারও আন্দোলন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

 

এদিকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছেন কয়েকজন। জেলা ছাত্রলীগের ব্যানারে পৌর এলাকার ফুলবাড়িয়ায় মিছিলটি বের হয়ে পৈরতলা অভিমুখে যায়। পরে সেখানকার সড়কের পাশে রাখা মোটরসাইকেলে কেক রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

এব্যাপারে রাতেই জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করেন। এর পরপরই ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আন্দোলন শুরু হয়ে যায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ