প্রতিনিধি 31 January 2025 , 5:11:34 প্রিন্ট সংস্করণ
ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
নাসিরনগরে ১২০ পিস ইয়াবাসহ যুবকে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের বাড়ি গুনিয়াউক ইউনিয়নে। তার বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদক ও ডাকাতি প্রস্তুতিসহ মোট ০৩ টি মামলা রয়েছে বলে দাবি পুলিশের।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের উত্তর পাশে আসামী মোঃ আলাউদ্দিন এর বসত ঘরে তল্লাশী করে আলাউদ্দীন এর হেফাজত হইতে ১২০ (একশত বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক আটক করা হয়।
আটক আলাউদ্দীন উপজেলার গুনিয়াউক ইউনিয়নের সায়েদ মিয়ার ছেলে।
জানা যায় আলাউদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। অনেক দিন যাবত সে মাদক ব্যবসার সাথে জড়িত।
নাসিরনগর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে !