মোঃ মোসাদ্দেক হোসাইন রাফিও (স্টাফ রিপোর্টার):
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, চোরাচালান, সন্ত্রাস ও অপহরণ রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার বিকেল ৪ টার দিকে উত্তরা র্যাব-১ কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
অভিযানটি পরিচালিত হয় টঙ্গী স্টেশন রোডের মহাসড়কের পূর্ব পাশে। এ সময় র্যাব সদস্যরা এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তল্লাশির সময় সন্দেহজনক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন যানবাহনে কড়া চেকপোস্ট বসানো হয়।
কোম্পানি কমান্ডার মোঃ শহিদুল ইসলাম জানান সাম্প্রতিক সময়ে টঙ্গী অঞ্চলে ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম ও অপহরণের প্রবণতা বেড়ে যাওয়ায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অপরাধী চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযান শেষে তিনি আরও জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সব সময় মাঠে কাজ করছে। অপরাধীদের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।