অন্যান্য

নিরপেক্ষ  ও গ্রহণযোগ্য নির্বাচন চায়”আব্দুল মতিন ফারুকী।

  প্রতিনিধি 11 June 2025 , 10:19:47 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ 

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম শহর শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়।

শহর শাখার আমীর জনাব আব্দুস সবুর খানের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি মাওলানা মো: মতিউর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী।

তিনি তার বক্তব্য বলেন, যেনতেন নয় বরং দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তিনি আরো বলেন- প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসন দ্বারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

এছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মো: ইয়াসিন আলী সরকার।

তিনি বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিন্দু, বৌদ্ধ, মুসলমান, নারী, পুরুষ সকলেই সমানভাবে তাদের নাগরিক অধিকার ভোগ করবে। কাউকে বঞ্চিত করা হবে না। একটি নৈতিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এছাড়াও কুড়িগ্রাম শহর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে কুড়িগ্রাম কালচারাল একাডেমির মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় এক সন্তানের জননী ধর্ষণ ঘটনায় আটক-৩

নন্দকুঁজা নদী দখল ও দুষন বন্ধের দাবীতে মানববন্ধন।

বিয়ের মাত্র ৮ দিনের মাথায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যা,প্রেম ছিল অন্য কারো সঙ্গে

হোমনার দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

কালিগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ঘর দখলের মহাউৎসব