অন্যান্য

দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির কার্ড বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি 15 October 2024 , 5:45:46 প্রিন্ট সংস্করণ

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে সংগঠনটির সদস্যদের মাঝে কার্ড বিতরণ করাহয়।

মঙ্গলবার(১৫অক্টোবর) বিকাল ৫ ঘটিকার সময় দুর্গাপুর পৌর শহরের বাগিচা পাড়া এলাকায় প্রতিভা কোচিং সেন্টারে সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ উমর ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করাহয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আহমেদ রাজু,সাধারণ সম্পাদক আশিক ইলাহি, উপদেষ্টা মুফতি আজিজুল হক বিষমপুরী,উপদেষ্টা মাসুম বিল্লাহ অভি, সাংবাদিক আল নোমান শান্ত,সাংবাদিক আনিসুল হক সুমন সহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন,শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির কার্যক্রম গুলো দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে। ১মার্চ ২০২১ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,বন্যার্তদের সহায়তা প্রদান, প্রতি বছরেই হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা সহ প্রায় সবধরনের মানবিক কাজে নিরলস পরিশ্রম করে এই সংগঠনের প্রত্যেকটি স্বেচ্ছাসেবক। বক্তারা আরও বলেন এমন মানবিক ও সামাজিক কার্যক্রম গুলো মানুষের নিকট যেমন ভূয়সী প্রশংসনীয় সৃষ্টিকর্তার নিকটও উত্তম প্রতিদান পাওয়ার যোগ্যতা রাখে। সকলেই মানবিক ও সামাজিক কাজগুলোতে এগিয়ে আসলে, আমাদের দেশ ও সমাজ সুন্দর হবে আরও সমৃদ্ধি পথে এগিয়ে যাবে।

আনিসুল হক সুমন

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি,১৫/১০/২০২৪ইং

Author

আরও খবর

মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ।

বাউফলে বাড়িতে ঢুকে নির্মাণাধীন ঘরে বহিরাগতদের ভাংচুর

নোয়াখালীতে সংস্কারের মধ্যদিয়ে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের দাবি

ইলেভেন স্টার ব্যবসায়ী গ্রুপ কুষ্টিয়ার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

                   

জনপ্রিয় সংবাদ